ব‌রেণ্য রাজনী‌তিবীদ আবদুল আজিজের স্মরণসভা অনু‌ষ্ঠিত

 প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ০৩:৪৭ অপরাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

ব‌রেণ্য রাজনী‌তিবীদ আবদুল আজিজের স্মরণসভা অনু‌ষ্ঠিত

ব‌রেণ্য রাজনী‌তিবীদ ফেনীর দাগনভূঞা উপ‌জেলার কৃ‌তি সন্তান মরহুম আবদুল আজী‌জের ৭ম মৃত্যুবার্ষিকীতে ঢাকার পল্টনস্থ নোয়াখালী সমি‌তি কার্যাল‌য়ে শুক্রবার বিকা‌লে মরহুম আবদুল আজিজ স্মৃ‌তি ফাউন্ডেশ‌নের উদ্যো‌গে এক স্মরণ সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়।

ঢাকার পল্টনস্থ নোয়াখালী সমি‌তি কার্যাল‌য়ে  মরহুম আবদুল আজিজ স্মৃ‌তি ফাউন্ডেশ‌নের উদ্যো‌গে মরহু‌মের বড় সন্তান ও ফাউন্ডেশনের সভাপতি মঞ্জুরুল আলম টিপুর সভাপ‌তি‌ত্বে এক স্মরণ সভা ও দোয়া মাহ‌ফিল অনু‌ষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন হুমায়ুন, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, জাতীয় দৈনিক শীর্ষ অপরাধের সহ সম্পাদক একরামুল হক,বীর মুক্তিযোদ্ধা এম,এ রব,বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন, ,এডভোকেট মোশারফ হোসেন বাদল ,স্বপ্নীল মহাসচিব রবিন আহমেদ, মানবাধিকার কর্মী মনিরুল ইসলাম মনির, ঢাকাস্থ  দাগনভূঞা যুব ফোরামের সভাপতি গোলাম আজাদ বুলবুল, হাসান তালুকদার, মোঃ ইসমাইল নাসির,  ,সিন্দুরপুর  সমিতি সাধারণ সম্পাদক শরিফুল,নোয়াখালী জেলা সমিতির  কোষাধক্ষ্য  কে এম শহীদুল্লাহ, তাজুল ইসলাম লিটন, , দাগনভূঞা ব্লাড ডোনেশন সোসাইটি সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমক‌রে গে‌ছেন।

মরহুমের আত্মার মাগ‌ফিরাত কামনা ‌ক‌রে দোয়া ও মোনাজ‌াত করা হয়।

শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: